বিনোদন ডেস্ক:
থাইল্যান্ডের ফুকেটের সমুদ্র সৈকত থেকে নতুন ভিডিও শেয়ার করেছেন নুসরাত। যেখানে এক ফ্রেমে রোমান্সে মেতেছেন যশ ও নুসরাত।
কয়েকদিন থেকেই ইনস্টাগ্রামে উষ্ণতা বাড়িয়েছেন এই ভারতীয় অভিনেত্রী। রিঅ্যাকশন আর কমেন্টে ভাসছে সব পোস্ট।
একসঙ্গে ঘুরতে গেলেও নিজেকে এককভাবে তুলে ধরেছেন নুসরাত। তবে দর্শকদের প্রত্যাশা পূরণ হয়েছে নতুন ভিডিওতে। নতুন রিলে যশ-নুসরাতে ‘গলাগলি’ এখন ভাইরাল।
কখনও মনোকিনি, কখনও শর্টস, কখনও আবার অফ শোল্ডার মিনি ড্রেস, ফুকেট থেকে নুসরাতের শেয়ার করা প্রতিটা ছবিই যেন ‘আলোচিত’। যে রিল নুসরাত শেয়ার করেছেন সেখানে বউয়ের কোমর আকড়ে ধরে থাকতে দেখা গেল যশকে। একপলকে তাকিয়ে আছেন একে-অপরের দিকে। চারিদিকে সুনীল জলরাশি, বোটের উপরে প্রেম যেন উথলে উঠছে এই দুই তারকার।
নুসরাতের শেয়ার করা ওই পোস্টে কমেন্ট করেছেন তনুশ্রী চক্রবর্তী। লিখেছেন, ‘ওলে বাবালে, পারি না, পারি না’।
এদিকে ঈশানের জন্মের কয়েকমাস পর নুসরাত মেনে নেন, যশই তাঁর ছেলের বাবা। তার কয়েকমাস পর যশের জন্মদিনে ‘হাজবেন্ড’ লেখা কেক কেটে আভাস দিয়েছিলেন বিয়ের।
তবে সম্পর্কের খুটিনাটি নিয়ে কথা বলেননি কখনোই। সম্প্রতি এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী নুসরাতকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছিলেন, কেন নিজে মুসলমান হয়ে তিনি বারবার হিন্দু ছেলেদের বিয়ে করছেন? যে প্রশ্নে একপ্রকার রেগেই যান অভিনেত্রী। উত্তর দেন, ‘তুমি ঠিক কোন গ্রহের প্রাণী? তুমি কি মানুষ…!’