সিলেটWednesday , 14 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

হবিগঞ্জে পিতা-মাতাকে মারধোরের দায়ে যুবকের কারাদন্ড

admin
September 14, 2022 5:43 pm
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পিতা-মাতাকে শারীরিক নির্যাতন ও অপমান অপদস্তের দায়ে উজ্জ্বল মিয়া (২৫) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত উজ্জ্বল মিয়া উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের মজিবুর রহমানের ছেলে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন জানান, প্রায়ই পিতা-মাতাকে শারীরিক নির্যাতন, অপমান ও ভয় হুমকি দিয়ে টাকা আদায় করে আসছিল উজ্জ্বল। এ ঘটনায় পিতা-মাতা অতিষ্ঠ হয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন।

মঙ্গলবার রাতে ফের পিতা-মাতাকে শারীরিক নির্যাতন করে উজ্জ্বল। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে উজ্বলকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অভিযানকে এসআই নাঈমের নেতৃত্বে একদল পুলিশ মোবাইল কোর্টে সহায়তা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার