হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পিতা-মাতাকে শারীরিক নির্যাতন ও অপমান অপদস্তের দায়ে উজ্জ্বল মিয়া (২৫) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত উজ্জ্বল মিয়া উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের মজিবুর রহমানের ছেলে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন জানান, প্রায়ই পিতা-মাতাকে শারীরিক নির্যাতন, অপমান ও ভয় হুমকি দিয়ে টাকা আদায় করে আসছিল উজ্জ্বল। এ ঘটনায় পিতা-মাতা অতিষ্ঠ হয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন।
মঙ্গলবার রাতে ফের পিতা-মাতাকে শারীরিক নির্যাতন করে উজ্জ্বল। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে উজ্বলকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অভিযানকে এসআই নাঈমের নেতৃত্বে একদল পুলিশ মোবাইল কোর্টে সহায়তা করেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার