ক্রীড়া প্রতিবেদক:
আজ ১৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন। তবে তার ঠিক আগে গতকাল বুধবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের এই দলে আছে একগাদা চমক। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলো দাপিয়ে বেড়ানো বড় দুই নাম আন্দ্রে রাসেল এবং সুনীল নারাইনের নেই নাম। এছাড়া দীর্ঘ ৫ বছর পর আবারও দলে ডাক পেয়েছেন দলটির হার্ডহিটার ব্যাটার জনসন চার্লস। কিছুদিন আগেও ফিটনেস সমস্যা নিয়ে নির্বাচকদের তোপের মুখে পড়া এভিন লুইসও আছেন দলে।
আন্দ্রে রাসেল ২০২১ বিশ্বকাপের পর থেকে এ পর্যন্ত উইন্ডিজের হয়ে খেলেননি, তবে গেল মাসে তিনি জানিয়েছিলেন নির্বাচকরা ডাকলে খেলতে রাজি তিনি। তবে ফর্মহীনতার কারণে দলে জায়গা হলো না তার। চলতি সিপিএলে ৪ ম্যাচ খেলে তিনি করেছেন মোটে ১৭ রান। সে কারণেই তাকে রাখা হয়নি উইন্ডিজ দলে।
এদিকে সুনীল নারাইন শেষবার উইন্ডিজের জার্সি গায়ে চড়িয়ে খেলেছেন সেই ২০১৯ সালে। তারও জায়গা হয়নি এই দলে। তার বিষয়ে হেইন্সের ভাষ্য, ‘অধিনায়ক আমাকে জানিয়েছে, সে নারাইনের সঙ্গে কথা বলেছে; সে খেলতে চায় কি না, তা নিয়ে পুরোপুরি নিশ্চিত নই আমি।’
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপের জন্য ঘোষিত এই উইন্ডিজ দল তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলেই গড়া হয়েছে। একইসাথে সিপিএলে যারা ভালো খেলেছে তাদেরকেই সুযোগ দেওয়া হয়েছে এমনটিই দাবি সিডব্লিউআই-এর প্রধান নির্বাচক ড. ডেসমন্ড হেইন্সের।
তার ভাষ্য, ‘তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে আমরা ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার জন্য খেলোয়াড় বেছে নিয়েছি। বাছাই প্রক্রিয়ায় আমরা চলমান সিপিএলকে বিবেচনায় রেখেছি এবং খুব ভালো খেলছে এমন খেলোয়াড়দের দিকে তাকিয়ে আছি।’
‘আমি আমার মেয়াদের শুরুতে বলেছিলাম যে আমি খেলোয়াড়দের সুযোগ দিতে আগ্রহী এবং আমি মনে করি আমি এটি করতে পেরেছি। আমি বিশ্বাস করি আমাদের বাছাই করা দলটা খুব ভাল দল, এবং এটি এমন একটি দল যা প্রতিদ্বন্দ্বিতা করবে। আমাদের প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভে যোগ্যতা অর্জন করতে হবে।’
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াড:
নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক) ইয়ানিক ক্যারিয়াহ, জনসন চার্লস, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকেল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাকয়, রেমন রেইফার, ওডিয়ন স্মিথ।