সিলেটSaturday , 17 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

অধ্যাপক গোলাম কিবরীয়া মৃত্যুতে সাবেক শিক্ষামন্ত্রীসহ বিশিষ্ট জনের শোক

admin
September 17, 2022 1:23 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, পঞ্চখণ্ডের ভূমিপুত্র অধ্যাপক গোলাম কিবরীয়া তাপাদারের মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদসহ বিশিষ্টজনরা।

এক শোক বার্তায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, গোলাম কিবরীয়া তাপাদারের মৃত্যুতে আমাদের অপুরণীয় ক্ষতি হয়েছে। তাঁর মতো ক্ষণজন্মা সন্তান বিয়ানীবাজারে আর আসবে কিনা সন্দেহ। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করি।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, শিক্ষাবিদ আলী আহমদ, মজির উদ্দিন আনছার, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বারী, প্রচার সম্পাদক এড. আব্বাছ উদ্দিন, বিয়ানীবাজার প্রেস ক্লাব সভাপতি সজিব ভট্রাচার্জ, সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম, এডভোকেট মো: আমান উদ্দিন, এড. আবুল কাশেম, এড. ময়নুল ইসলাম ও আয়নুল হক মজুমদান প্রমুখ।

তিনি দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন অধ্যাপক গোলাম কিবরীয়া তাপাদার। শুক্রবার সন্ধ্যা সাড়ের ৭টার দিকে সিলেট একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাতে তার মরদেহ নিজ বাড়ি ছোটদেশ হাজিটিলায় নিয়ে আসা হবে।
এদিকে পঞ্চখণ্ডের ভূমিপুত্র অধ্যাপক গোলাম কিবরীয়া তাপাদারের প্রথম জানাযা দুপুর ২.১৫ মিনিটে বিয়ানীবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
আজ দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজ মাঠে তাকে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে আসা হবে। পরে জানাযা নামাজ শেষে বিকাল সাড়ে ৩টায় নিজ এলাকা মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।