স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজার থানা পুলিশের আয়োজনে গতকাল শুক্রবার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও পূজা মণ্ডপ গুলোর দায়িত্বশীলদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
দুপুরে থানা কমপ্লেক্সে অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে পূজা উদযাপন করতে ও পূজা মণ্ডপ গুলোর সার্বিক নিরাপত্তায় থানা পুলিশের পক্ষ থেকে সব ধরনের তৎপর ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়ে বলে জানান।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার