সংবাদ বিজ্ঞপ্তি:
সাবেক ছাত্র নেতা নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্র সৈনিক ইসলাম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না…..…রাজিউন)। তিনি গত বৃহস্পদিবার দিবাগত রাত ১১টার সময় যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সাবেক ছাত্রনেতা ইসলাম উদ্দিন দীর্ঘদিন থেকে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যাশাহী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পরিবার পরিজন, রাজনৈতিক সহযোদ্ধা ও কমিউনিটির নেতৃবৃন্দ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে যুক্তরাজ্যে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। এ শোকের আবহ দেশেও ছড়িয়ে পড়ে।
ইষ্ট লন্ডন মসজিদে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সাবেক ছাত্রনেতা ইসলাম উদ্দিনের বাড়ি বিয়ানীবাজার পৌরসভা খাসাড়িপাড়া গ্রামে। প্রবাসে থেকেও তিনি খাসাড়িপাড়া গ্রামের সকল সামাজিক কাজে সম্পৃক্ত ছিলেন।