সিলেটSaturday , 17 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. ব্রেকিং নিউজ
  13. মতামত
  14. মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু
  15. রাজনীতি

হবিগঞ্জে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

admin
September 17, 2022 5:04 pm
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুইদিন পর পুরাতন বিবিয়ানা নদী থেকে লিটন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ব্যবসায়ী লিটন মিয়া উপজেলার মধ্যসমেত গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার উপজেলার ইনাতগঞ্জ বাজার থেকে কসবা বাজারে যাওয়ার জন্য রওয়ানা হন লিটন মিয়া। এর পর দিন গড়িয়ে সন্ধ্যা নামলেও তিনি বাড়ি ফিরেননি। এক পর্যায়ে তার আত্মীয় স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরদিন সকালে তারা লিটন মিয়া নিখোঁজ মর্মে ইনাতগঞ্জ পুলিশ ফাড়িতে একটি সাধারণ ডারেরি করেন।

আজ শনিবার লিটন মিয়ার মরদেহ পুরাতন বিবিয়ানা নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এক পর্যায়ে লিটন মিয়ার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে। মরদেহের গায়ে আঘাতে চিহ্ন রয়েছে বলে জানায় স্বজনরা।

এ বিষয়ে ইনাতগঞ্জ ফাড়ির এসআই ফজলুল হক জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়াও পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।