সিলেটSunday , 18 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

কোহলির ঠিক পরের জায়গাটাই চান সূর্যকুমার

admin
September 18, 2022 11:46 am
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক:
শেষ দুই বছর ধরে ব্যাট হাতে ভারতের হয়ে কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবক্ষেত্রেই দাপটের সাথে খেলে চলেছেন সূর্যকুমার যাদব। যদিও ক্যারিয়ারে শুরুর দিকে এই ব্যাটার ব্যাট করতেন সাত নম্বরে। তবে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সে যখন সূর্যকুমার সুযোগ পেলেন তখন থেকেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসে এই ব্যাটারের। অবশ্য সূর্যকুমার এবার নিজে জানালেন চার নম্বর পজিশনই পছন্দের তার।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের বড় ভরসার নাম সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিতই ব্যাট হাতে ঝড় তুলতে দেখা যায় এই ব্যাটারকে। তবে কোন পজিশন তার ভালো লাগে সেটা জানাননি এতদিন। এবার তিনি নিজেই জানালেন, চার নম্বর পজিশনে খেললে খেলাটকে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি।

টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলে বিরাট কোহলি খেলেন তিনে। সূর্যকুমারের পছন্দ তার ঠিক পরের জায়গাটাই। তিনি বলেন, ‘১, ৩, ৪, ৫ আমি প্রতিটি পজিশনেই ব্যাট করতে পছন্দ করি। আমি মনে করি ৪ নম্বর আমার জন্য ভালো একটি জায়গা। তাহলে আমি খেলাটা নিয়ন্ত্রণ করতে পারবো। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে যখন ব্যাট করি তখনই আমি খেলাটা সবচেয়ে বেশি উপভোগ করি। আমি এই বিষয়ে ইতিবাচক থাকার চেষ্টা করবো।’

অনেকের মতে দলের নাম্বার চার পজিশনে ব্যাটিং করা খুবই চ্যালেঞ্জিং। কেননা রানের চাকা সচল রাখার জন্য এই পজিশনের ব্যাটারকেই ব্যাট হাতে বোলারদের উপর ছড়ি ঘোরাতে হয়। চ্যালেঞ্জের বিষয়টা সূর্যকুমার ও মানছেন, তবে তিনি জানালেন, বিষয়টা উপভোগই করছেন তিনি।

এ বিষয়ে তার ভাষ্য, ‘আমি কাভারের ওপর দিয়ে খেলার চেষ্টা করি এবং পয়েন্ট দিয়ে কাট করার চেষ্টা করি। জোড়ে দৌড়াই এবং স্কোরবোর্ড সচল রাখি। এভাবে যদি ১৫ ওভার শেষ করতে পারি ম্যাচ শেষ করা কোনো ব্যাপার না। ৪ নম্বরে ব্যাট করা অনেক চ্যালেঞ্জের, যেটা আমি উপভোগ করি।’

টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লের ৬টি ওভার সব ব্যাটারই কাজে লাগাতে চান বড় রান করে। তবে সূর্যকুমার মানছেন মাঝের ওভার গুলোই গুরুত্বপূর্ণ বেশি। কেননা রান বাড়ানোর জন্য এ সময়ই আগ্রাসী ভূমিকা পালন করার প্রয়োজন হয়।

সূর্যকুমারের কথা, ‘আমি এমন অনেক ম্যাচ দেখেছি যেখানে দলগুলো পাওয়ার প্লেতে দারুণ খেলেছে এবং ভালোভাবে শেষ করেছে। কিন্তু আমার মনে হয় টি-টোয়েন্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ৮ থেকে ১৪ ওভার। এই সময় আপনাকে আরও আক্রমণাত্মক ব্যাটিং করতে হবে। সেই সঙ্গে খুব বেশি ঝুঁকিপূর্ণ শট খেলা যাবে না।’