স্টাফ রিপোর্টার:
হুট করে সিলেটে পিছিয়ে দেওয়া হয়েছে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ। চলতি মাসে নয়, লিগ এখন মাঠে গড়াবে আগামী মাসে। এমনটাই জানিয়েছে লিগ কমিটি।
এর আগে সিদ্ধান্ত হয়েছিল, চলতি মাসের ২৫ তারিখ থেকে প্রিমিয়ার ডিভিশন লিগ-২০২২ শুরু হবে।
তবে লিগ কমিটি এখন বলছে, আগামী ৬ অক্টোবরে থেকে শুরু হবে লিগ। কয়েকটি ক্লাবের ‘অনুরোধের প্রেক্ষিতে’ লিগ শুরুর তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছে লিগ কমিটি।
মূলত গতকাল শনিবার বিকালে জেলা স্টেডিয়ামস্থ জেলা ক্রীড়া ভবনে জরুরি বৈঠকে বসে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ কমিটি। এই সভাতেই লিগ শুরুর তারিখ পেছানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।
লিগ কমিটির সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ কমিটির সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম, প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ কমিটির সদস্য মো. সিরাজ উদ্দিন, দীপাল কুমার সিংহ, রিয়াজ উদ্দিন হেলাল, এহতেশামুল হাসান লয়েছ, মো. আজাদুর রহমান চঞ্চল, গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, সদস্যসচিব মিলাদ আহমদ ও সহকারী সদস্যসচিব রুবেল আহমদ নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া গ্লোরিয়ার্স স্পোর্টিং ক্লাব, সিলেট ইউনাইটেড ক্লাব, কসমস ক্লাব, জনতা স্পোর্টিং ক্লাব, টিলাগড় স্পোর্টিং ক্লাব, সিলেট স্পোর্টিং ক্লাব, আবাহনী ক্রীড়াচক্র, লাউয়াই স্পোর্টিং ক্লাব, বীর বিক্রম ইয়ামিন ক্রীড়াচক্রের প্রতিনিধিরা ছিলেন সভায়।
সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে ১০টি ক্লাব অংশগ্রহণ করবে। লিগের ব্যবস্থাপনায় রয়েছে জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ), পরিচালনায় প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ কমিটি।
লিগের ম্যাচগুলো সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার