সিলেটMonday , 19 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জেলা পরিষদ নির্বাচন: সিলেট বিভাগে যত জনের মনোনয়নপত্র বাতিল

admin
September 19, 2022 1:03 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগের জেলা পরিষদ নির্বাচনে চার জেলায় এক চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। এরমধ্যে সিলেটের ৩ সদস্য, মৌলভীবাজারের ৪জন, হবিগঞ্জের ২ জন ও সুনামগঞ্জের দুইজন প্রার্থী রয়েছেন। রোববার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।

জানা গেছে, সিলেট জেলা পরিষদের আসন্ন নির্বাচনে মনোনয়ন যাচাই-বাচাই শেষে ৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার মনোনয়ন যাচাই-বাচাই শেষে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মজিবর রহমান তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন। বাতিলকৃতদের মধ্যে রয়েছেন, ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ শাহা নুর, ৩ ওয়ার্ডের মোহাম্মদ শহিদুর রহমান ও ১৩ ওয়ার্ডের মোহাম্মদ আব্দল গফ্ফার বাবর। তাদের মধ্যে ২ জন ঋণখেলাপি ও ১ জনের হলফনামায় সমস্যাজনিত কারণে মনোনয়ন বাতিল করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

অপরদিকে সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৫৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সুনামগঞ্জ : জেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় দুই সাধারণ সদস্য পদ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছেন সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা। গতকাল রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় পুরুষ ৪২ জনের মধ্যে দ্ইুজনের প্রার্থীতা বাতিল করা হয় এবং মহিলা ১১জনের মধ্যে সকলের মনোনয়ন পত্রের বৈধতা দেওয়া হয়। মোট ৫৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

দুই সাধারণ সদস্য পদ প্রার্থী হলেন- সুনামগঞ্জ জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী জেলার শাল্লা উপজেলার মো. আলী আমজাদ তালুকদার ও ৭নং ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী মধ্যনগর উপজেলার পরিতোষ সরকার। উভয় প্রার্থী তাদের হলফনামায় তাদের বিরুদ্ধে মামলা থাকার তথ্য গোপন করায় তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড.খায়রুল কবির রুমেন এবং স্বতন্ত্র প্রার্থী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক নুরুল হুদা মুকুট এর প্রার্থীতার বৈধতা দেওয়া হয়েছে।

মৌলভীবাজার: জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারে সংরক্ষিত মহিলা সদস্য ১জন এবং সাধারণ সদস্য পদে ৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে। রোববার মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ঋণখেলাপি এবং তথ্য গোপন রাখায় তাদের মনোনয়ন বাতিল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।

শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জমা না দেয়ায় মৌলভীবাজার-২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী সৈয়দা জেরিন আক্তার, ঋণ খেলাপির দায়ে সাধারণ সদস্য পদপ্রার্থী ৭নম্বর ওয়ার্ডের মোঃ সাজেদুর রহমান সাজু, ৬নম্বর ওয়ার্ডের মোঃ মুছাব্বির আলী এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় ৪নম্বর ওয়ার্ডের মোঃ আওয়াল উদ্দিন আহমদ এর মনোনয়ন বাতিল হয়েছে বলে জেলা নির্বাচন অফিস নিশ্চিত করেছে।

হবিগঞ্জ : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ দুই প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টা থেকে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে শুরু হয় মনোনয়ন পত্র যাচাই-বাছাই। চলে বিকেল ৩ টা পর্যন্ত। যাচাই-বাছাই শেষে হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমেদ ও ২নং ওয়ার্ড বানিয়াচং-এর সাধারণ সদস্য প্রার্থী আশিক মিয়ার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন সহকারী রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম।

উল্লেখ্য, নির্বাচনের তফসিল অনুযায়ী- ১৯ থেকে ২১ সেপ্টেম্বর আপিল আবেদন করা যাবে। আর আপিল নিষ্পত্তি হবে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে।