গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ৭৩০ পিস ইয়াবাসহ ৩ যুবকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও গ্রামের আবদুল মিয়ার ছেলে মন্তাজ আলী, একই গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান সেলিম এছাড়াও গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের উপরগ্রামের নছির আলীর ছেলে সুলেমান মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহের নেতৃত্বে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত ওমর ফারুক, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খান, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের টু আইসি এসআই জহিরুল ইসলাম, এসআই খালেদ মিয়া ও এসআই অনিক বড়ুয়া অভিযান চালিয়ে খাগাইল – তোয়াকুল সড়কের ফুলতৈলছ গ্রাম পয়েন্ট থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
এব্যাপরে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, সিলেট জেলায় যোগদানের পর থেকে মাদক কারবারিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ৭৩০ পিস ইয়াবাসহ ৩ জন মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা করা হবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার