স্টাফ রিপোর্টার:সাফ নারী চ্যাম্পিয়নশীপে গোল পোস্টের সামনে রূপনা চাকমা গড়েছে দুর্ভেদ্য দেয়াল! ৫ ম্যাচে ২৩ গোলের বিপরীতে হজম করেছে মাত্র ১ গোল।
পেয়েছে দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপারের স্বীকৃতি। ছবিতে দেখুন যে গরীবি ঘর থেকে উঠে এসেছে মেয়েটি।