সিলেটWednesday , 21 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

‘হবিগঞ্জের নদীগুলো চরম সংকটে’

Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নদীগুলো ভালো নেই। দিনের পর দিন নদীগুলো চরম সংকটজনক অবস্থার দিকে যাচ্ছে। নতুন খোয়াই, পুরাতন খোয়াই, সুতাং, সোনাইসহ জেলার সবগুলো নদীর উপর চলছে ক্রমাগত অত্যাচার। দখল, দূষণ, নদীর বুক থেকে অনিয়মতান্ত্রিকভাবে বালু-মাটি উত্তোলন এবং কলকারখানার বর্জ্য নিক্ষেপের কারণে মরছে এসব নদী।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও খোয়াই রিভার ওয়াটার কিপার আয়োজিত মানববন্ধন ও পথসভায় বক্তারা এসব কথা তোলে ধরেন। রোববার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুর ১টায় হবিগঞ্জ টাউন হলের সামনে এ মানববন্ধ অনুষ্ঠিত হয়।

‘আমাদের গণমানুষের নৌপথ’ প্রতিপাদ্য নিয়ে সকল নদী রক্ষায় উদ্যোগী হবার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, তাসনিমুন হাসান, তৃষিতা কনা, নিসপা আক্তার ও অরিত্র সাহা প্রমুখ।

হবিগঞ্জের নদীগুলোর বর্তমান চিত্র তুলে ধরে তোফাজ্জল সোহেল বলেন, ‘আমাদের নদীগুলো আজ নানামুখী অত্যাচারে চরম বিপর্যয়ের মুখে পড়েছে। নদী নিয়ে ব্যবসা করা, নদী দখল-ভরাট করা, নদীর উপর স্থাপনা নির্মাণ, নদী দূষণ ইত্যাদি সকল অন্যায় ও অবৈধ কাজ চলছে।’

তিনি বলেন, ‘৫ কিলোমিটার দৈর্ঘ্য পুরাতন খোয়াই নদীর অধিকাংশ দখল ভরাটের আওতায় চলে গেছে। ২০১৯ সালে এই নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ প্রক্রিয়ায় শুরু করে প্রশাসন। কিন্তু অজ্ঞাত কারণে সেটা থেমে আছে। নদীর যে অংশটিকে দখলমুক্ত করা হয়েছিল বর্তমানে সেটিও পুনরায় দখলের আওতায় চলে গেছে।’

সুতাং নদী প্রসঙ্গে বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ বলেন, ‘পরিবেশ আইনসহ দেশের সকল আইন অমান্য করে হবিগঞ্জে গড়ে ওঠা কলকারখানার বর্জ্য নিক্ষেপ করা হচ্ছে সুতাং নদীসহ আশপাশের জলাশয় ও কৃষি জমিতে। মাত্রাতিরিক্ত দূষণের কারণে নদীকেন্দ্রিক জীবন ব্যবস্থা এবং আশপাশের মানুষের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে পড়েছে।’