সিলেটMonday , 26 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

আড়াই বছর পর জকিগঞ্জ চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার

admin
September 26, 2022 4:04 pm
Link Copied!

জকিগঞ্জ প্রতিনিধি:
অবশেষে সিলেটের জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে। দীর্ঘ আড়াই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর গতকাল রোববার থেকে যাত্রী পারাপার কার্যক্রম ফের শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ শাহরিয়ার মোর্শেদ চৌধুরী।

জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণের মুখে ২০২০ সালের ২৩ মার্চ সিলেটসহ দেশের সব ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ করে দেয় সরকার। ওই দিন থেকে বন্ধ হয়ে যায় জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্টও।

পরবর্তীতেও অন্যান্য ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেওয়া হলেও বন্ধই ছিল জকিগঞ্জ। ফলে এই চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা পারাপার করতে পারছিলেন না।

ভারতীয় এলাকায় তাদের চেকপোস্ট খোলা থাকলেও বাংলাদেশ এলাকায় জকিগঞ্জ চেকপোস্ট বন্ধ থাকা নিয়ে স্থানীয়দের ক্ষোভ ছিল। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও লিখিত আবেদন দেওয়া হয়।

কিন্তু তারপরও বন্ধই ছিল জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্ট। কিন্তু বন্ধ থাকার পেছনের কারণ কী, তা কর্তৃপক্ষ খোলাসা করেনি।

তবে দীর্ঘ প্রতীক্ষা শেষে গতকাল রোববার থেকে এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে।

গতকাল তিনজন যাত্রী ভারতে গেছেন বলে জানিয়েছেন জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ শাহরিয়ার মোর্শেদ চৌধুরী। তিনি জানান, এখন থেকে এই চেকপোস্ট দিয়ে নিয়মিত যাত্রী যাতায়াত চালু থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার