সিলেটMonday , 26 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

জৈন্তাপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

admin
September 26, 2022 4:15 pm
Link Copied!

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে বাড়ির গাছের সঙ্গে রশি দিয়ে ফাঁস দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিকানাগুল ইউনিয়নের ঘাটেরছটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে নিজ বসতঘরে ঘুমাতে যান ঘাটেরছটি গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে চাঁন মিয়া (৪০)। সকলের অগোচরে রাতের কোনো এক সময়ে বাড়ির সীমানা সংলগ্ন একটি ডালের সাঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

এদিকে, বাড়ির লোকজন সকালে তাকে ডাকতে গিয়ে ঘরের দরজা খোলা দেখে এবং তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সীমানা সংলগ্ন স্থানে গাছে তার দেহ ঝুলতে দেখতে পান। পরে বিষয়টি ইউপি চেয়ারম্যানের মাধ্যেমে থানাপুলিশকে জানালে বেলা ১১টার দিকে জৈন্তাপুর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

পরে ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ এ বিষয়ে বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।