নিউজ ডেস্ক:
ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি হলেও গত কয়েক বছর ধরে ফর্ম ভালো যাচ্ছে না জার্মানির। আসন্ন কাতার বিশ্বকাপেও যে চারবারের চ্যাম্পিয়নরা খুব বড় ফেবারিট হিসেবে যাচ্ছে, তাও না। জার্মানদের বিশ্বজয়ের পক্ষে বাজির দর ১০/১।
২০২২ সালে জার্মানির অবস্থা রীতিমতো ছন্নছাড়া। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আর উয়েফা নেশন্স লিগ মিলিয়ে এ বছর ৭টি ম্যাচ খেলে মাত্র দুটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে। তবে ২০২২ বিশ্বকাপে ভালো ফলাফল করার জন্য হান্সি ফ্লিকের শিষ্যদের উদ্বুদ্ধ করতে লোভনীয় বোনাসের ঘোষণা দিয়েছে জার্মানির ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের এক প্রতিবেদনে বলা হয়, কাতারে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জয় করতে পারলে দলের প্রতিটি খেলোয়াড় ৪ লাখ ইউরো বোনাস পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৭৯ হাজার ৯২৫ টাকা।
তবে শুধু চ্যাম্পিয়ন হলেই যে জার্মানির খেলোয়াড়রা বোনাস পাবেন, তা নয়। গ্রুপপর্বের বৈতরণী পার করে নকআউট পর্বে নাম লেখাতে পারলেই খেলোয়াড়রা বোনাস হিসেবে ৫০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৫০ লাখ টাকার বেশি) পেয়ে যাবেন।
দ্বিতীয় পর্বের বাধা পার হয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখাতে পারলেই বোনাস হিসেবে ১ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি টাকার বেশি) পাবেন হান্সি ফ্লিকের শিষ্যরা। আর সেমিফাইনালে পৌঁছে গেলেই দেড় লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় দেড় কোটি টাকার বেশি) পাবে জার্মানির খেলোয়াড়রা।
সেমিফাইনাল জিতে ফাইনালে পা রাখলেই নিশ্চিতভাবে আড়াই লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় আড়াই কোটি টাকার বেশি) পেয়ে যাবে নয়্যার-মুলাররা। তবে সেমিফাইনাল হারলেও জার্মান যোদ্ধাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করতে পারলে দলের সব সদস্য পাবেন ২ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় দুই কোটি টাকার বেশি)।
বিগত দুই বিশ্বকাপের তুলনায় এবার খেলোয়াড়দের বোনাসের পরিমাণ বাড়িয়েছে ডিএফবি। ব্রাজিলে অনুষ্ঠেয় ২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ৩ লাখ ইউরো বোনাস পেয়েছিল জার্মানির বিশ্বকাপজয়ী খেলোয়াড়রা, বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি টাকার বেশি।
অন্যদিকে, ২০১৮ বিশ্বকাপ জিততে পারলে জার্মান দলের প্রতিটি সদস্যের সামনে ছিল সাড়ে ৩ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩ কোটি টাকার বেশি)। তবে চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নেমে প্রথম রাউন্ড শেষেই বিদায় নিয়েছিল জার্মানি।
কাতার বিশ্বকাপে “ই” গ্রুপে জার্মানির গ্রুপসঙ্গী স্পেন, জাপান এবং কোস্টারিকা। আগামী ২৩ নভেম্বর জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ অভিযান শুরু করবে জার্মানরা। পরবর্তীতে ২৭ নভেম্বর ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন এবং ১ ডিসেম্বর কোস্টারিকার মোকাবিলা করবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার