সিলেটTuesday , 27 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরধরে দু’পক্ষের সংঘর্ষে ইসাক মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ইসাক মিয়া উপজেলার সুজাতপুর ইউনিয়নের পূর্ব বাজুকা গ্রামের কাছম আলীর পুত্র।

খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের রফিকুল ইসলামের সাথে দীর্ঘদিন যাবত গ্রামের বিভিন্ন বিষয়াধি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল একই গ্রামের সালাম মিয়াসহ তাদের লোকজনের। এরই প্রেক্ষিতে রফিকুল ইসলামের চাচা ইসাক মিয়ার সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কাথাকাটাকাটি হয় সালাম মিয়াসহ তাদের লোকজনের। এক পর্যায়ে প্রতিপক্ষরা ইসাক মিয়াকে ফিকল দিয়ে বুকে আঘাত করে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে বিষয়টি জানতে পেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আরো ১০ জন আহত হয়।

আহতদের মধ্যে ওলি মিয়া, মহন মিয়া, আলতাছ মিয়া, জনি মিয়া ও নাজমা আক্তারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ ব্যাপারে বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, আমি এখনও ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।