সিলেটWednesday , 28 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

প্রতিপক্ষের উগ্র বর্ণবাদী আচরণের শিকার ব্রাজিল

Link Copied!

স্পোর্টস ডেস্ক:
পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেসে ব্রাজিল গত রাতে মুখোমুখি হয়েছিল তিউনিসিয়ার। সেই ম্যাচে ৫-১ ব্যবধানে জিতেছে সেলেসাওরা। তবে সেই ম্যাচ শেষে এবার আলোচনায় দর্শকদের বর্ণবাদী আচরণ। গোলের পর উদযাপন করার সময় কলা ছুঁড়ে মারা হলো ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসনের দিকে।

ঘটনাটা ঘটেছে ম্যাচের ১৯ মিনিটে। রাফিনিয়ার পাস থেকে রিচার্লিসন গোল করে ব্রাজিলকে ২-১ গোলের লিড এনে দেন। এরপর তিউনিসিয়ার সমর্থকদের সামনে গিয়ে উদযাপন শুরু করেন। এরপর সমর্থকরা তার দিকে কলা ছুঁড়ে মারেন, সঙ্গে ছিল প্লাস্টিকের কাপও।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনও বিষয়টি নিশ্চিত করে টুইট করেছে, ‘দুর্ভাগ্যজনকভাবে, রিচার্লিসন, যিনি ব্রাজিলের দ্বিতীয় গোলটা করেছিলেন, তার দিকে কলা ছুঁড়ে মারা হয়েছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তিশালী অবস্থান ব্যক্ত করছে আর যে কোনো পক্ষপাতমূলক কাজকে প্রত্যাখ্যান করছে।’

‘এটা লজ্জার। এমন কিছু দেখা সত্যিই কঠিন। দুর্ভাগ্যজনকভাবে মনে হচ্ছে, আমরা লোকজনের মানসিকতা বদলাতে পারব না। আশা করছি তারাও বুঝবে, এটা এভাবে কাজ করবে না। এমন কিছু তো অতীতে হতো! আমাদের বদলে যেতে হবে। তবু মানুষজন এই মানসিকতা নিয়ে পড়ে আছে, এটা দুর্ভাগ্যের।’

কোচ তিতেও এর প্রতিবাদ করলেন। বলেন, ‘আমি ধাঁধায় পড়ে গিয়েছিলাম। আমি তখন বলছিলাম, না এটা সাক্ষাৎ অপমান। ফুটবলের মতো খেলায় আরও বেশি অন্তর্ভুক্তি দরকার!’

তবে তিউনিসিয়ার সমর্থকরা এমন কিছু এই ম্যাচে একবারই করেননি। খেলা শুরুর আগেই তাদের এমন সব কাজ শুরু হয়ে যায়। খেলা শুরুর আগে ব্রাজিলের জাতীয় সঙ্গীতের সময় অনেক তিউনিসিয়ান সমর্থক দুয়ো দিয়েছেন। এমনকি খেলার মাঝামাঝিতে ব্রাজিলের মনোযোগ নষ্ট করতে তাদের চোখে লেজার বাতিও মেরেছেন অনেকে। যে কারণে ম্যাচে বেশ কয়েকবার খেলা বন্ধও রাখতে হয়েছিল।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার