সিলেটThursday , 29 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জুড়ীতে দুস্কৃতিকারীর হামলায় ইউপি সদস্যসহ দুইজন আহত

Link Copied!

জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে একদল দুস্কৃতিকারীর হামলায় ইউপি সদস্যসহ দুইজন আহত হয়েছেন। রক্তাক্ত আহতাবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবার পর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত সিলেট প্রেরণ করা হয়। ঘটনাটি বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টায় বীরমুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরে ঘটেছে।

হামলায় আহতরা হলেন উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য, জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার (৩৮) ও স্থানীয় ব্যবসায়ী বেলাগাঁও গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র মো. ফুল মিয়া (৬০)।

এ সংবাদ লেখা পর্যন্ত হামলার কারণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, জাঙ্গিরাই গ্রামে ঘনবসতিপূর্ণ এলাকায় এনিমি’র জায়গায় অবৈধভাবে করাতকল স্হাপনের প্রতিবাদে এলাকাবাসীর আয়োজনে ঘটনার দিন দুপুরে এক সংবাদ সম্মেলনে আব্দুল জব্বার বক্তব্য রাখেন। এর জের ধরে তার উপর হামলা হতে পারে।

এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।