স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে পাকিস্তান। ম্যাচে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে শেষ বলে। বুধবার লাহোরে টসে হেরে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ১৪৫ রান তুলে বাবর আজমের দল।
এক ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। রিজওয়ান করেন ৩৬ রান। ম্যাচে পাকিস্তানিদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন ইফতিখার।
লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড শিবির। তবে অধিনায়ক মঈন আলীর ফিফটিতে খেলা শেষ বল পর্যন্ত টেনে নিয়ে যায় দলটি। তবে শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান তুলতে পারেনি দলটি।
শেষ পর্যন্ত থামে ৭ উইকেটে ১৩৯ রান তুলে। মঈন ৫১ রানে অপরাজিত থাকেন। এছাড়াও দলটির পক্ষে ৩৬ রান করেন ডেভিড মালান।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার