স্পোর্টস ডেস্ক:
জাতীয় দল যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ব্যস্ত তখন জীবনের নতুন ইনিংস শুরু করলেন তরুণ ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারী।
বিয়ে করলেন ২২ বছর বয়সি এ ব্যাটার। জীবনের নতুন পথচলার খবর নিজেই জানিয়েছেন শামীম।
বুধবার সন্ধ্যার পর থেকে এ অলরাউন্ডারের বিয়ের ছবি ফেসবুকে ঘুরপাক খাচ্ছিল। এদিন শামীম নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেন।
সেখানে তিনি লেখেন, ‘সহপাঠী থেকে গেমমেট এবং অবশেষে, আত্মার বন্ধু। আলহামদুলিল্লাহ! আপনাদের প্রার্থনায় আমাদের রাখুন।’
এর পরই ভক্ত-অনুরাগীরা তাকে শুভেচ্ছায় ভাসান। শামীমকে শুভেচ্ছা জানাতে ভুল করেনি তার বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার।
ফ্রাঞ্চাইজিটি শামীমকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় লিখেছে— ‘আপনাকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাচ্ছি, চ্যালেঞ্জার শামীম হোসেন পাটোয়ারী। নতুন আশা নতুন চ্যালেঞ্জ। তোমাদের দুজনকেই অভিনন্দন।’
টি-টোয়েন্টিতে হার্ডহিটারের খোঁজে গেল বছর হঠাৎ করেই জাতীয় দলে ডাক পান শামীম। শুরুর দিকে দারুণ ব্যাটিং করেন। কিন্তু পরে সবাইকে হতাশ করেন তিনি, যার ফলে বাদ পড়েন।
জাতীয় দলের হয়ে ১০টি টি-টোয়েন্টি খেলে শামীম করেছেন ১২৪ রান। তার ১৫.৫ এভারেজ, স্ট্রাইকরেট ১১১.৭।