সিলেটMonday , 3 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ছেলে না ঘুমালে আমারও ঘুম নেই: পরীমণি

Link Copied!

বিনোদন ডেস্ক:
গত ১০ আগস্ট পুত্রসন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। তার নাম শাহীম মুহাম্মদ রাজ্য। ছেলেকে নিয়েই আপাতত নিজের ব্যস্ততার রাজ্য সাজিয়েছেন পরী। মাতৃত্বের স্বর্গীয় মুহূর্তগুলো দারুণ অনুভব করছেন নায়িকা। ছেলেকে নিয়ে নিজের অনুভূতিগুলো মাঝে মধ্যে ছড়িয়ে দিচ্ছেন বন্ধু-শুভাকাঙক্ষীদের মনেও।

সোমবার (৩ অক্টোবর) ভোরে ফেসবুকে এক স্ট্যাটাসে পরী জানালেন ছেলে রাজ্য না ঘুমালে তিনিও ঘুমাতে পারেন না। ছেলে ঘুমালে চাতকের মতো তার মুখের দিকে তাকিয়ে থাকেন তিনি।

পরীর ভাষায়, ‘আমার ছেলে না ঘুমালে তো আমারও ঘুম নেই। তারপর একটা সময় ছেলে আমার ঠিকই ঘুমায় আর আমি চাতকের মতো তার মুখের দিকে তাকিয়ে থাকি, কখন সে ঘুমু ঘুমু হাসবে।’

পরীমণির অনেক বন্ধু-শুভাকাঙক্ষীও ওই পোস্টে কমেন্ট করে তার এই অনুভূতির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন, ভালোবাসা জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।