সিলেটMonday , 3 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. ব্রেকিং নিউজ
  13. মতামত
  14. মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু
  15. রাজনীতি

মাধবপুরে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, দু’ ডাকাত আটক

Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম জুয়েল মিয়া (৩০)।

রোববার (০২ অক্টোবর) ভোর রাতে উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের কিবরিয়াবাদে সড়কে গাছ ফেলে একদল ডাকাত ডাকাতির চেষ্টা চালায়।

এ সময় পুলিশ গুলি ছুঁড়ে ওই ডাকাতকে গ্রেফতার করে। জুয়েল মিয়া চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের হুরারকই গ্রামের আব্দুস সহিদের ছেলে।

জুয়েলের দেয়া তথ্য অনুযায়ী, পুলিশ রোববার ভোররাতে চুনারুঘাট উপজেলার পাইকুড়া গ্রাম থেকে আকল মিয়ার ছেলে রিপন মিয়া (২৫ কে গ্রেফতার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, শনিবার গভীর রাতে ১০/১২ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল সড়কে গাছ ফেলে একটি ট্রাক আটকে ডাকাতির চেষ্টা করে।

খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই অনিক চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে ডাকাত দল পুলিশের ওপর আক্রমণের চেষ্টা চালায়। পুলিশ শর্টগানের ৩ রাউন্ড গুলি ছুঁড়লে ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়।
এ সময় জুয়েলকে দেশীয় অস্ত্র সহ আটক করা হয়। গ্রেফতার ডাকাতকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।