চাঁদপুর প্রতিনিধি:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে সব সম্প্রদায়ের মানুষ এক হয়ে বাস করছে বলে এ দেশ এগিয়ে যাচ্ছে। সব ধর্মের মানুষ এক সঙ্গে থাকায় আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে। আসুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলা গড়ে তুলব।
সোমবার (৩ অক্টোবর) রাতে চাঁদপুরের হাইম চর উপজেলায় শ্রী শ্রী জগন্নাথ মন্দিরসহ শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এমন নজির আর নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে।
ডা. দীপু মনি আরও বলেন, আমরা চাই আমাদের সামাজিক সৌহার্দ্যপূর্ণ বন্ধন যেন অটুট থাকে। তাই সবাই সমান অধিকার নিয়ে যার যার ধর্মীয় উৎসব পালন করবে। স্বাধীনভাবে আচার অনুষ্ঠান পালন করবে। আর সেটি নিশ্চিত করতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, হাইম চর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, সহ সভাপতি এম বাশার, সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, প্রচার সম্পাদক মুনসুর পাটোয়ারী, হাইম চর প্রেস ক্লাবের সভাপতি খুরশিদ আলম, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা।