জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ৷ নিহত জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউপির রামপ্রসাদ পূর্ব গ্রামের ২সন্তানের জননী কাতার প্রবাসী মুহিবুর রহমান বীরের স্ত্রী নাজমা বেগম (৪২) ৷
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০ টায় নিজ বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগে নাজমা বেগম। মায়ের সাড়া শব্দ না পেয়ে মেয়ে সুমাইয়া বেগম মায়ের রুমে গিয়ে দেখতে পায় সিলিং ফ্যানের সাথে মা ঝুলিয়ে রয়েছে ৷ সে আত্ম চিৎকার দিলে আসপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি দেখে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানান ৷ চেয়ারম্যান সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানায় খবর দেন ৷
খবর পেয়ে রাত সাড়ে ১২ টায় পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রস্তুত করে লাশ থানায় নিয়ে আসে ৷ তবে কি কারনে এ ঘটনা ঘটেছে তাৎক্ষনিকভাবে জানা যায়নি৷
চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুলতান করিম বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন ৷ তবে কি কারনে ঘটনাটি ঘটেছে নিশ্চিত নন ৷
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল প্রস্তুত করে লাশ উদ্ধার করা হয়েছে ৷ প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা ৷ কি কারনে ঘটনাটি ঘটেছে তাৎক্ষনিক ভাবে জানাযায় নি ৷
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার