সিলেটTuesday , 4 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

‘টি-টোয়েন্টি ক্রিকেটে সাকলাইনের দক্ষতা নেই’

Link Copied!

ক্রীড়া প্রতিবেদক:
১৭ বছর পর পাকিস্তান সফরে এসে টি-টোয়েন্টি সিরিজ জিতল ইংল্যান্ড। গত রোববার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করে বাবর আজমের দল। ঘরের মাঠে এমন ব্যর্থতার পর পাকিস্তান দলের ওপর চটেছেন দেশটির সাবেক তারকা পেসার শোয়েব আখতার। শেষ ম্যাচে ভরাডুবির পর নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে একহাত নিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স বিবেচনায় টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনা দেখছেন না শোয়েব।
তারক্যা পেসারের মতে, বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়তে পারে পাকিস্তান। এছাড়া একসময়ের সতীর্থ সাকলাইন মুস্তাকেরও সমালোচনা করেছেন সাবেক তারকা।

এ প্রসঙ্গে শোয়েব বলেন, ‘সাকলায়েন শেষ ক্রিকেট খেলেছিল ২০০২ সালে। আমি এটা বলতে চাই না, কারণ সে আমার বন্ধু। কিন্তু আমি মনে করি না টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে তার কোনো ধারণা আছে। আমার মনে হয় না এখানে তার দক্ষতা আছে।’

শোয়েব আরো যোগ করেন, ‘পাকিস্তানের মিডল-অর্ডারের অবস্থা ভালো নয়। ওপেনাররা পারফর্ম করতে না পারলে মিডল-অর্ডার চাপে পড়ছে। এভাবে তো বিশ্বকাপে খেলা যায় না, যদি আপনি সেটা জিততে চান। এটা খুব দুঃখজনক।’

কয়েকদিন আগেই গুঞ্জন উঠেছে, পাকিস্তান দলে স্বজনপ্রীতির প্রচলন নিয়ে। শোয়েব মালিকের মতো তারকা ক্রিকেটারও নিজের টুইটারে এ বিষয়ে মতামত জানিয়েছিলেন। এবার সে আগুনে ঘি ঢাললেন শোয়েব। ধুয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচককে।

এ নিয়ে শোয়েব বলেন, ‘সমস্যা ছিল মিডল-অর্ডার নিয়ে কিন্তু নির্বাচকরা সেই জায়গায় নজর দেয়নি। সেখানে কোনো পরিবর্তন আনেননি। যখন প্রধান নির্বাচক গড়পড়তার হয়, তখন তো সিদ্ধান্তও এমন গড়পড়তার হয়।’