সিলেটTuesday , 4 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করলো জগন্নাথপুর পুলিশ

Link Copied!

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজের এক ছাত্রীর কাছ থেকে বিকাশের মাধ্যমে প্রতারনা করে ২৫ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। হাতিয়ে নেওয়া ওই টাকা উদ্ধার করে আজ সোমবার প্রতারণার শিকার ওই ছাত্রীর হাতে টাকাগুলি বুঝিয়ে দিয়েছেন জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

জগন্নাথপুর থানার সাবইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, গত ২০ সেপ্টেম্বর উপবৃত্তির টাকা দেওয়া হবে বলে বিকাশের মাধ্যমে ২৫ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন এক কলেজ শিক্ষার্থী।

পরে অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঝালকাঠি থানা পুলিশের সহযোগিতায় এক প্রতারককে আটক করা হয়। পরে অভিযোগকারী ওই শিক্ষার্থী মামলা না করায় বিকাশে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করে ঝালকাঠি থানায় ওই প্রতারককে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার