কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৮ অক্টোবর) দুপুরে তাদেরকে গ্রেফতার করে বিকেলেই কারাগারে প্রেরণ করে পুলিশ।
পুলিশ জানায়- কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেকের দিকনির্দেশনায় উপজেলার টিলাগাঁও ইউনিয়নের টিলাগাঁও গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ আইয়ুব আলী (৩৮) ও জাবেদ আহমেদকে (৩২) গ্রেফতার করা হয়। এসময় পৃথক আরেকটি অভিযানে কুলাউড়া পৌরসভার চৌমুহনী এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ রুবেল মিয়াকে (২৬) নামের আরেকজনকে গ্রেফতার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক জানান- গ্রেফতারকৃত তিন কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।