ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলাস্থ শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (এসএফসিএল)-এ সার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ট্রাকচালককে গ্রেফতার করে সার জব্দ করেছে।
ট্রাকচালক আমান মিয়া (২৪) রাজনগর থানার নিজগাঁওয়ের (পশ্চিমখাস) ফয়সল মিয়ার ছেলে।
ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম জানান, গত বুধবার রাত ৮টার দিকে সার পরিবহনে নিয়োজিত রুহীন ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের ট্রাক নির্ধারিত সার নিয়ে সারকারখানা থেকে বের হয়।
পরে ট্রাকটি নিয়মিত সড়কে না গিয়ে ঘুরে আবার কারখানার পশ্চিম গেটে অবস্থান নিয়ে চুরি করে অতিরিক্ত ৯ বস্তা ডিএপি সার ট্রাকে তুলে। বিষয়টি কারখানার বিক্রয় শাখার নজরে আসলে তারা গিয়ে ট্রাক আটকে সারের বস্তা গুনে চোরাই ৯ বস্তা (৪৫০কেজি) ডিএপি সার পান।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ট্রাকচালককে আটক ও সার জব্দ করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে এসএফসিএল এর সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল আলম জানান, কারখানা কর্তৃপক্ষ ২৪০ বস্তা সারের সেল ক্লিয়ারেন্স দেখালে ওগুলো ছেড়ে দিয়ে চুরির ৯ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আসামি ট্রাকচালক আমান মিয়াকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার