স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পৌরশহর থেকে সন্ধ্যা রাতে বৈদ্যুতিক খুঁটি চুরির সময় হাতেনাতে ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম ও মামলার বাদী ভজন কুমার বর্ধন জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চারজনের চোরচক্র পৌরশহরের বিজিবি-৫২ এলাকার পূর্বদিকে রাখা বৈদ্যুতিক খুঁটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গোপন সূত্রে খবর পেয়ে ওইস্থানে অভিযান চালায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও থানা পুলিশ। তখন বৈদ্যুতিক খুঁটিসহ ওই চারজনেক আটক করা হয়। ডিজিএম আরো জানান, একেকটি খুঁটির দাম ২৫ হাজার টাকা হবে।
পরে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। মামলার আসামী বালাগঞ্জের সিদ্দিক আহমদের ছেলে আকছার আহমদ (২৩), কানাইঘাটের সিরাজ উদ্দিনের ছেলে কাওছার আহমদ (২০), হবিগঞ্জ লাখাইয়ের হাবুল মিয়ার ছেলে আকাশ (১৭) ও শিশু মিয়ার ছেলে নিজাম আজমদ (১৫)।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।