সংবাদ বিজ্ঞপ্তি:
গোলাপগঞ্জে ‘এগ্রো ট্যুরিজম’ গড়ে তুলতে বিভিন্ন প্রজেক্ট হাতে নেয়া হয়েছে। যাতে গোটা উপজেলা ট্যুরিজমের আওতায় আনা যায়। এ লক্ষ্য আনারসের পাশাপাশি কফি মাল্টা, কমলা, কাজিবাদাম ও কমলা বাগান বৃদ্ধি করতে হবে। আধুনিক প্রযুক্তি কাজে লাগাতে হবে।। কৃষি মন্রনালয়ের সম্প্রসারণ -১ এর যুগ্ন সচিব মো. আবু জুবাইর হোসেন বাবলু এসব কথা বলেন।
রোববার উপজেলার ঢাকাদক্ষিণ, ফুলবাড়ী ও আমুড়াসহ বিভিন্ন এলাকায় আনারস, মাল্টা, লেবু ও কমলা বাগান পরিদর্ণ শেষে আমুড়ায় কৃষকদের নিয়ে অংশগ্রহণমূলক গ্রামীণ সমীক্ষা ও কৃষক দল গঠনমূলক অনুষ্টানে যোগ দেন। ২০২২-২৩ অড়থবছরের প্রযুক্তি মাধ্যম সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ অনুষ্ঠান অনুষ্টিত হয়। আমুড়া গ্রামে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মো. রাকিব উদ্দিন ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুজ্জামান।
এসময় স্থানীয় কৃষকদের উদ্যেশ্যে বলেন, শুধু ধান চাষ করলে হবেনা পাশাপাশি অন্যান্য ফসল উৎপাদন করতে হবে। কোন জমি পতিত জমি রাখা যাবেনা। এসব জমিতে কফি, কাজুবাদাম, মাল্টা কমলাসহ সব ধরণের ফসল উৎপাদন করতে হবে। আমাদের বছরব্যাপী ফসল চাষের প্রজেক্ট আছে। কৃষকরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে যাতে ফসল উৎপাদন করতে পারে এজন্য কৃষক ও কৃষি অফিসের কর্মকর্তাদের ট্রেনিং দেয়া হচ্ছে।