স্টাফ রিপোর্টার:
বাংলাদেশকে পেছনে ফেলে সেমি ফাইনালে উঠে গেছে থাইল্যান্ড। নারীদের এশিয়া কাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শেষ চারে উঠেছে থাই মেয়েরা।
আসরে লিগ পর্বে ৬ ম্যাচ খেলে ৩ জয় ও ৩ হারে থাইল্যান্ডের পয়েন্ট ছিল ৬। তবে এরপরও সেমির ভাগ্য তাদের হাতে ছিল না। বাংলাদেশের সামনে সুযোগ ছিল সেমি ফাইনালে উঠার। মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার কথা ছিল স্বাগতিকদের।
এই ম্যাচ জিতলেই থাইল্যান্ডের সমান ৬ পয়েন্ট থাকতো বাংলাদেশের। তবে রান রেটে এগিয়ে থাকতো নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু দুঃসংবাদ হলো, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেই ম্যাচটি হয়নি। বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচ। এক পয়েন্ট পেয়েছে কেবল টাইগ্রেসরা।
পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ ৬ ম্যাচ খেলে ২ জয়, ৩ হার ও ১ পরিত্যক্ত ম্যাচের হিসেবে ৫ পয়েন্ট নিয়ে আসর শেষ করেছে। অপরদিকে থাইল্যান্ডের পয়েন্ট। আর তাই স্বাভাবিকভাবেই ছিটকে গেছে বাংলাদেশ, সেমি ফাইনালে পৌঁছে গেছে থাই মেয়েরা।
তবে ইতিহাস গড়েও খুব উচ্ছ্বসিত নয় থাই শিবির। গণমাধ্যমকে থাইল্যান্ডের অধিনায়ক নেরুমল চাওয়াই জানিয়েছেন, তারা কোনো উদযাপন করেননি। একইসাথে জানিয়েছেন বড় দলগুলোর বিপক্ষে খেলতে পেরে খুশি তারা।
চাওয়াই বলেন, ‘আমরা কোনো উদযাপন করিনি, তবে আমরা খুবই খুশি। কারণ আমাদের জন্য বিশাল এক সুযোগ, বড় দলগুলো যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সাথে খেলা। এখন আমাদের সামনে বড় সুযোগ ভারতের মতো দলের বিপক্ষে খেলা (সেমি ফাইনাল)।’