সিলেটWednesday , 12 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বলিউডে শিখর ধাওয়ান, কোন নায়িকার হাতে হাত রাখলেন?

Link Copied!

স্টাফ রিপোর্টার:
বলিউড ও ক্রিকেটের সম্পর্ক বেশ পুরোনো। আগে থেকেই ভারতীয় ক্রিকেট টিমের সদস্যদের মিডিয়ায় অভিনয় করতে দেখা গেছে কখনো নায়ক, কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে। এবার বলিউডে ‘ডাবল এক্সএল’ সিনেমায় কাজ করবেন ক্রিকেটার শিখর ধাওয়ান। তার সঙ্গে নায়িকার চরিত্রে থাকবেন অভিনেত্রী হুমা কুরেশি।

বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন এই ক্রিকেটার। তবে শিখরের সঙ্গে নিজের দু’টি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে ঘটনাটি প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী হুমা কুরেশি।

পোস্ট করা একটি ছবিতে কালো স্যুট পরে হুমার সঙ্গে নাচে ব্যস্ত শিখর। অন্য ছবিতে শুটিংয়ের ফাঁকে হাসি-মশকরায় ব্যস্ত দু’জন। ছবিতে শিখর কী চরিত্রে অভিনয় করেছেন, এ প্রশ্নের জবাব এখনও মেলেনি।

হুমা ও শিখর ছাড়াও ‘ডাবল এক্সএল’ সিনেমায় অভিনয় করবেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। সোনাক্ষী হয়েছেন ফ্যাশন ডিজাইনার। আর হুমা স্পোর্টস প্রেজেন্টার। মনে করা হচ্ছে, সেই সুবাদেই অভিনেত্রীর শিখরের সঙ্গ সাক্ষাতের দৃশ্য দেখানো হবে। আগামী ৪ নভেম্বর থেকে স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে দেখা যাবে এই মুভিটি।