গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি মান্নান।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা জুনায়েদ কবির, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মোহাম্মদ লুটন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন তোতা মিয়া, লক্ষনাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান, ঢাকাদক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহিম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান মাসউদ আফছর প্রমুখ।
সভায় আগামী ১৮ তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন গোলাপগঞ্জ উপজেলায় বর্ণিল আয়োজনে উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সকল আয়োজন সফল ভাবে সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলের প্রতি আহ্বান জানান।