হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকা থেকে মাহমুদা বেগম (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মাহমুদা বেগম ধুলিয়াখাল গ্রামের আব্দুল কুদ্দুছ মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে পরিবারের অন্যান্য সদস্যরা ঘুম থেকে উঠে মাহমুদা বেগমের রুমের কাছে গেলে কোন সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হয়। পরে তারা রুমের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মাহমুদা বেগমকে গলায় কাপড় পেছানো অবস্থায় ঝুলতে দেখে। তাৎক্ষণিক তার স্বজনরা তাকে নামিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই নারী নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।