গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে কয়েছ আহমদ (৩৫) নামে ওয়ারেন্টভূক্ত এক আসামিকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ এলাকায় নিজ বাড়ি থেকে এ এস আই হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
সে বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের শায়েস্তা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে সিআর ২১/১৯ মামলা রয়েছে। ওই মামলায় সে ওয়ারেন্টভূক্ত আসামি।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।