বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আবাসিক হোটেল থেকে ইউপি চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে শহরের মাটিডালী এলাকার গোধুলী আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটক ফারুক হোসেন গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের চেয়ারম্যান।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুম্মান হাসান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শহরের মাটিডালী এলাকার গোধুলী আবাসিক হোটেলে পুলিশ পরিদর্শক (অপস) মুন্নাফ হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করা হয়। আটকদের আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।