স্টাফ রিপোর্টার:
সিলেট শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান সদ্য প্রয়াত অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি ফজলুল হক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালিক ফারুক এবং এডভোকেট সাঈদ আহমদ মুমিত স্বপন স্মরণে নাগরিক শোকসভা আয়োজনের লক্ষ্যে এক প্রস্ততি সভা পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে শিক্ষাবিদ আলী আহমদ’র সভাপতিত্বে ও সাবেক মেয়র মো. আব্দুস শুকুর এর পরিচালনায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিয়ানীবাজার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, শিক্ষাবিদ মজির উদ্দিন আনছার, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ এর অধ্যক্ষ মুজিবুর রহমান, সহযোগী অধ্যাপক শামস উদ্দিন, পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আব্দুল হাছিব জীবন, গোলাবিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারি অধ্যাপক ফয়ছল আহমদ, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জিয়া উদ্দিন, প্রধান শিক্ষক অসিম কান্তি তালুকদার, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আলম সেলিম, প্রাক্তন শিক্ষক ইসলাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমেদ হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, নালবহর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাহাব উদ্দিন মৌলা, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমাণ্ডের সভাপতি আব্দুল ওয়াদুদ, পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এবাদ আহমদ, আহমদ মহসিন বাবর, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল বাসিত টিপু, কবি ওয়ালি মাহমুদ, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, সহ-সভাপতি হাসান শাহরিয়ার, যুগ্ম সম্পাদক মাছুম আহমদ, ফুটবল এসোসিয়শেনের সাধারণ সম্পাদক মারুফ আহমদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি সামিয়ান হাসান ও বেলাল আহমদ, কোষাধ্যক্ষ রুহেল আহমদ, সংস্কৃতি কর্মী সালেহ আহমদ শাহিন, ছাত্রনেতা সিদ্দিকুর রহমানসহ রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় অধ্যাপক গোলাম কিবরিয়া ও আশির দশকের শক্তিমান কবি ফজলুল, গল্পকার মুক্তিযোদ্ধা আব্দুল মালীক ফারুক ও শহীদ পরিবারের সন্তান এড. সাঈদ আহমদ মুমিত স্বপনের স্মরণে নাগরিক স্মরণসভার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।