জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে মডেল থানা পুলিশের অভিযানে পরিচালনা করে এক গরু চোর আটক করেছে। আটক গরু চোরের বিরুদ্ধে ৩টি মামলার ওয়ারেন্ট রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৪ অক্টোবর) সকাল ৬টায় অভিযান চালিয়ে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রাম এলাকা থেকে চোরকে আটক করে পুলিশ। আটক গরুচোর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার খাজনানগর ফকিরগোষ্টি গ্রামের মৃত দু:খ মিয়ার ছেলে মোহাম্মদ আলী উরফে আলী (৩৮)। সে দীর্ঘ ২৯বৎসর ধরে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রামে এলাকায় বসবাস করছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, চুরির প্রক্কালে থাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। তার দেওয়া তথ্য যাচাই বাছাই পূর্বক অপর চোরদের আটকের অভিযান চলছে। তার বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে।