সিলেটWednesday , 26 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

হবিগঞ্জে ২ দিনব্যাপী জেলা সাহিত্যমেলা শুরু

Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে হবিগঞ্জে ২দিনব্যাপী সাহিত্যমেলা ২০২২-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় ও বাংলা একাডেমীর সমন্বয়ে হবিগঞ্জ জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। পরে শিল্পকলা একাডেমীতে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াছ বখত চৌধুরী, বাংলা একাডেমীর উপ-পরিচালক ড. মো. শাহাদাৎ হোসেন নিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনা সভায় সংস্কৃতি সচিব বলেন, সাহিত্য সংস্কৃতির আন্দোলনকে বেগবান করে দেশের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। পরে নির্বাচিত প্রবন্ধ নিয়ে আলোচনা ও লেখক কর্মশালার আয়োজন করা হয়। বিকেল ৫টার দিকে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। মেলা চলবে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার