গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে র্যাব-৯ এর অভিযানে শক্তিশালী একটি রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) বেলা ২টার দিকে রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন একটি টিলায় র্যাব এর ডিস্ট্রোয় টিম এটি নিস্ক্রিয় করে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে গোলাপগঞ্জ পৌর এলাকার রণকেলী গ্রামে অভিযান চালিয়ে এ রকেট লঞ্চারটি উদ্ধার করা হয়। এসময় রকেট লঞ্চার রাখার দায়ে আলি হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক আলী হোসেন (৪০) রনকেলী গ্রামের ছালেহ আহমদ টেনই মিয়ার পুত্র।
এ ব্যাপারে র্যাব-৯ এর সিও বসু দত্ত চাকমা জানান, মঙ্গলবার গোপন সংবাদ পেয়ে র্যাব-৯ এর টিম রকেট লঞ্চারটি উদ্ধার করে। বুধবার (২৬ অক্টোবর) বেলা ২টার দিকে রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন একটি টিলায় র্যাব এর ডিস্ট্রোয় টিম এটি নিস্ক্রিয় করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) পরিত্রাণ তালুকদার, গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার