সিলেটThursday , 27 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Link Copied!

স্পোর্টস ডেস্ক :
অস্ট্রেলিয়ার সিডনিতে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপে উভয় দলের এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে হোবার্টে ডাচদের হারিয়ে ফুরফুরে মেজাজে আছেন টাইগাররা। এবার সাকিবদের সিডনি জয়ের মিশন।

খেলা শুরু হবে আজ সকাল ৯টায়। তবে টস ভাগ্য সহায় হয়নি সাকিব আল হাসানের। টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়িক টেম্বা বাভুমা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাঙ্গালির আধিক্য বেশি। যে কারণে ঘরের স্বাদ পাবে প্রথমবারের মতো ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলতে নামা সাকিব আল হাসানের দল। ম্যাচের অনেক আগেই বিক্রি হয়ে গেছে টিকিট। সামনে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দল। সাকিবরা ভালো করে জানেন এটি হতে যাচ্ছে তাদের জন্য কঠিন পরীক্ষা।

বাংলাদেশ অধিনায়ক নিজেও সেটি জানেন ও বুঝেন। তাইতো বলেছেন, দুই দলের জন্যই খুব গুরত্বপূর্ণ এই ম্যাচ। আমরা খেলাটা কতটা উপভোগ করছি এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বেশ বড় একটা মাঠ থাকবে, সিডনিতে সবচেয়ে বেশি বাংলাদেশি, তাদের সমর্থন কাজে লাগিয়ে আমরা কীভাবে আরও ভালো পারফর্ম করতে পারি সেটা গুরুত্বপূর্ণ।

চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচ এই মাঠে হয়েছে। স্বাগতিক অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই বাধে বিপত্তি। কারণ মুষলধারে না হলেও হয়েছে বৃষ্টি। যে কারণে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটা নিয়ে খানিকটা শঙ্কা দেখা যায়।