স্পোর্টস ডেস্ক :
শুরুটা বেশ ভালোই ছিল বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে সাজঘরে ফিরিয়ে দেন পেসার তাসকিন।
কিন্তু এর পর যেন ছন্দ হারিয়ে ফেললেন বোলাররা। সুযোগ কাজে লাগিয়ে ঝড়ো ব্যাটিংয়ে দ্রুত রান তুলছেন রাইলি রুশো ও কুইন্টন ডি কক।
৩০ বলেই ফিফটি পূরণ করেন রুশো। এর পর আরও আগ্রাসী হয়ে ওঠেন। বাকি ২১ বলে করলেন ৭০ রান!
তাসকিন-মোস্তাফিজ-সাকিবদের তুলোধোনা করে মাত্র ৫২ বলেই সেঞ্চুরি পূর্ণ করলেন রাইলি রুশো। এর মধ্যে সাকিবের ওভার থেকেই ২১ রান নিয়েছেন রুশো।
একাদশ ওভারে বোলিংয়ে এলেন সাকিব। প্রথম চার বলে দিয়েছিলেন ৭। পরের দুই বলে একটি ‘নো’ করলেন। হজম করলেন দুটি ছক্কা। ওভার থেকে এলো ২১ রান।
রুশোর এই সেঞ্চুরিতে ৭টি ছক্কা ও ৭টি বাউন্ডারির মার রয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার