বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) দুপুরে বড়লেখা থানার সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা পরিষদের অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
বড়লেখা থানা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন। কমিউনিটি পুলিশিং কমিটি বড়লেখার সাধারণ সম্পাদক আব্দুল আহাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার