স্পোর্টস ডেস্ক :
কর ফাঁকি, প্রতারণা ও দুর্নীতির অভিযোগ থেকে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে অব্যাহতি দিয়েছেন স্পেনের আদালত। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায় পিএসজির তারকার বিরুদ্ধে আনা সব অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।
এর আগে ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস নেইমারসহ আরও বেশ কয়েকজনের নামে স্পেনের আদালতে মামলা করেন। মামলার অভিযোগ করা হয় ২০১৩ সালে স্যান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় নেইমার প্রতারণার আশ্রয় নিয়েছেন।
অভিযোগ প্রমাণিত হলে ৫ বছরের জন্য জেল হতো নেইমারের। সব অভিযোগ খারিজ করে দেওয়ায় এখন শঙ্কামুক্ত তিনি।
গত ১৬ অক্টোবর স্পেনের আদালতে শুনানিতে নেইমার জানান, চুক্তির বিষয়ে তিনি কিছু জানেন না। শুধু হৃদয়ের ডাক শুনে বার্সেলোনায় যোগ দিয়েছেন।