সিলেটSunday , 30 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

গোলাপগঞ্জ প্রেসক্লাব নিয়ে বিভ্রান্ত সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান

Link Copied!

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবে একটি বিশেষ সভা হয়েছে বলে বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ হয়েছে। তবে এ ধরনের কোনো সভা হয়নি বলে জানিয়েছেন প্রেস ক্লাব সভাপতি এনামুল হক এনাম।

রোববার (৩০ অক্টোবর) বিকেলে তিনি বলেন- ‘আমাদের কোনো সভা হয়নি। কিন্তু কিছু সংখ্যক লোক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে বলে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ করিয়ে বিভ্রান্তি ছাড়াচ্ছে। এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক।’

নিয়মনীতি অনুযায়ী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এর অনুমতি ছাড়া কোনো সদস্য সভার আহ্বান করতে পারে না। এটা প্রেসক্লাবের সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী। এ বিষয়ে সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে আহ্বান করা হল- বলছিলেন এনাম।

তিনি আরও বলেন- ‘গোলাপগঞ্জ প্রেসক্লাবের পুরাতন ছবি ব্যবহার করে যে নিউজ করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে এ ধরণের কার্যক্রমে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’