সিলেটSunday , 30 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

গ্রামে গ্রামে আওয়ামীলীগ নেতাকর্মীদের যে বার্তা দিলেন এমপি নাহিদ

Link Copied!

স্টাফ রিপোর্টার:
প্রতিমাসেই ৭-৮ দিনের দীর্ঘ সফরে নিজ এলাকায় আসছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। তাঁর সফরসূচিতে নির্বাচনী এলাকার দুই উপজেলা বিয়ানীবাজার-গোলাপগঞ্জের প্রায় প্রতি ইউনিয়নে কর্মসূচি পালন করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়ন কর্মকান্ড, জনসম্পৃক্ততা, নেতাকর্মীদের নিয়ে বৈঠকসহ দলীয় কর্মকান্ডে এখন বেশী নজর দেয়া হচ্ছে। এমপি নাহিদও সকল কর্মসূচিতে নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন।

গত সপ্তাহেও ৮ দিন বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলায় চষে বেড়িয়েছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ। এই সময়ে বিয়ানীবাজার উপজেলার ৪টি ইউনিয়নে কর্মীসভার আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগ। এসব কর্মসূচিতে এমপি নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের নানা বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে আওয়ামীলীগের জন্য কঠিন পরীক্ষার। দল এবং কর্মীরা ঐক্যবদ্ধ না থাকলে বিপদ নেমে আসবে। সূতরাং দল এবং দেশ বাঁচাতে সব মান-অভিমান ভূলে সবাইকে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। তিনি নেতাকর্মীদের জানান, ব্যক্তিগত পাওয়া-না পাওয়ার হিসাব নয়, সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে। একইসাথে সরকার বিরোধী জোটের জ্বালাও-পোঁড়াও এবং ধ্বংসাত্মক রাজনীতির তথ্যও মানুষকে জানাতে হবে। বিএনপির কাছ থেকে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে এনে দেশকে উন্নয়নশীল এবং গণতান্ত্রিক রাজনীতির মডেল হিসেবে শেখ হাসিনার কর্মকান্ড ঘরে ঘরে পৌছে দিতে হবে।

এদিকে বিভিন্ন সূত্র জানায়, ইউনিয়নভিত্তিক কর্মীসভায় নেতাকর্মীরা দলীয় বরাদ্দ বিএনপি-জামায়াতের অনুসারীদের মধ্যে বিতরণ, টিউবওয়েল, সৌরবিদ্যুৎসহ অন্যান্য বরাদ্দ বিতরণে আওয়ামীলীগ নেতাকর্মীদের উপেক্ষা, দলীয় ক্ষমতা ব্যক্তি বিশেষের কাছে কুক্ষিগত করে রাখা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধেও নানা তথ্য উপস্থাপন করে ক্ষোভ ঝাড়েন। গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর ভরাডুবির জন্য কারা দায়ী, তাও তুলে ধরা হয়। সবচেয়ে বেশী দুবাগ ও চারখাই ইউনিয়নের নেতাকর্মীরা নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুবাগ এলাকার উপজেলা আওয়ামীলীগের এক দায়িত্বশীল নেতা জানান, দলীয় বরাদ্ধ বিতরণে নেতাকর্মীদের সংশ্লিষ্টতা বাড়াতে হবে। আগামীতে এসব ঠিক করা না হলে এই্ ইউনিয়নে দল বিপদগ্রস্থ হবে।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছালেহ আহমদ বাবুল জানান, গত ইউপি নির্বাচনে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের যেসকল নেতাকর্মী নৌকা প্রতীকের বিরোধীতা করেছেন, তাদের তালিকা তৈরী করতে হবে। অন্যথায় আগামী নির্বাচনেও দলকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

নুরুল ইসলাম নাহিদ এমপি তৃণমূলের এমন ক্ষোভ শুনে সবাইকে উজ্জীবিত হওয়ার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, জঙ্গিবাদ এবং দূর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্টায় তৃণমূলের নেতাকর্মীদের বিকল্প নেই। বড় দলে ক্ষোভ থাকবে, নেতৃত্বের প্রতিযোগীতা হবে। সব মোকাবেলা করে জাতীয় নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করে জাতিকে নতুন পথের সন্ধান দিতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার