তাহিরপুর প্রতিনিধি:
তাহিরপুরে নির্মাণাধীন স্কুল ভবনের লোহার রডের আঘাতে প্রথম শ্রেণির এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীর উষা মনি দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
রবিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
স্হানীয় ইউপি ওয়ার্ড সদস্য ডালিম বলেন, শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লোহার রড বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী উষা মনির মাথার উপর পড়লে সঙ্গে সঙ্গে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার সময় বিদ্যালয়ে কোন শিক্ষক ছিলেন না।
শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, বিদ্যালয়ের তৃতীয় তলা বিল্ডিংয়ের ছাদের উপর থেকে লোহার রড স্কুলছাত্রী উষা মনির মাথার উপর পড়ে তার মৃত্যু হয়েছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, স্কুলছাত্রী উষা মনিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রীর লাশ পুলিশ হেফাজতে আনা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার