চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পস্কজ কুমার দে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (২৯ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা যুবদলের একটি মিছিল পূর্ব বাজার ব্রিজের কাছে এগিয়ে আসে।
এসময় কোনো প্রকার উস্কানি ছাড়া যুবদলের কিছু কর্মী পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়তে শুরু করে। এক পর্যায়ে পুলিশ ছয় রাউন্ড টিয়ার সেল ও ২৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জোবাইর সৈয়দ বলেন, নির্দেশনা অমান্য করে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের মিছিলটি ফিরিয়ে দেই। এ সময় আমরা পাঁচ পুলিশ আহত হয়েছি।
হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় শনিবার রাতেই ১২ জনকে আটক করা হয়েছে।