সিলেটSunday , 30 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

শান্তিগঞ্জে চেয়ারম্যান মাসুকের বিরুদ্ধে ১১ ইউপি সদস্যের অনাস্থা, সংবাদ সম্মেলন

Link Copied!

শান্তিগঞ্জ প্রতিনিধি:
অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়ার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনাস্থা প্রস্তাব দিয়েছেন ১১ ইউপি সদস্য। অনাস্থা প্রস্তাব আনয়নের প্রেক্ষিতে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সকল সদস্যরা।

রোববার (৩০ অক্টোবর) বিকেলে শান্তিগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য সাদেক মিয়া, আনোয়ার হোসেন, আমির আলী, জাহাঙ্গীর আলম, মো. ছালিক আহমদ, মো. রুপন মিয়া, মো. জাহিদুল ইসলাম, মো. ওমর ফারুক, সংরক্ষিত নারী ইউপি সদস্য কোহিনূর বেগম, মোছা. ছুরতুন্নেছা, মোছা. রওশন আরা বেগম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন। তিনি বলেন, মাসুক মিয়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। বিগত ২০২১-২২ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় চিকারকান্দি আগারবাড়ির রাস্তা হইতে বেড়িবাঁধের মুখ পর্যন্ত মাটি ভরাট করে রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ সম্পন্ন করলেও চেয়ারম্যান মাসুক মিয়া ওই প্রকল্পের সভাপতি কোহিনুর বেগমকে না জানিয়ে বরাদ্দকৃত ৫ লাখ ১২ হাজার টাকা নিজে উত্তোলন করে আত্মসাৎ করেন। ২০২০-২১ অর্থ বছরে জেলা প্রশাসকের কার্যালয় হতে বিশেষ সহায়তা তহবিলের দরিদ্র মহিলাদের কর্মসংস্থানের জন্য দেয়া ৮টি সেলাই মেশিন এবং ২০২২-২৩ অর্থ বছরে ইউনিসেফ কর্তৃক ১ টি টিউবওয়েল ও ৫টি ল্যাট্রিন বরাদ্দ হলে তা কোথায় দেয়া হয়েছে তাও ইউপি সদস্যদের জানাননি চেয়ারম্যান। শুধু স্বেচ্ছাচারিতা কিংবা টাকা আত্মসাতই না ইউপি চেয়ারম্যান পরিষদের কারো সাথে কোন সমন্বয় ছাড়াই একক সিদ্ধান্তে কার্যক্রম পরিচালনা করছেন৷ এবং ক্ষমতার দাপট দেখিয়ে ইউপি সবসময়ই ইউপি সদস্যদের অবমূল্যায়ন করে আসছেন।

অনাস্থা প্রস্তাবে আরও উল্লেখ করা হয়- ‘ইউপির মহিলা সদস্যদের সাথে অশ্রাব্য ভাষায় কথা বলেন, সবসময়ই ক্ষমতার দাপট দেখান। কোন নিয়ম কানুন না মেনে চেয়ারম্যান তার ইচ্ছানুযায়ী পরিষদে আসেন। এতে জনগণ দুর্ভোগে পড়েন। তার অনিয়মের বিরুদ্ধে কেউ কিছু বললে তিনি দেখে নেবেন বলে হুমকিও দেন। তাই বাধ্য হয়ে আমরা পরিষদের সকল সদস্য ঐক্যবদ্ধ হয়ে এসব অনিয়ম ও দুর্নীতির রুখে দিতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দিয়েছি।’

বক্তব্যে সংরক্ষিত নারী ইউপি সদস্য কোহিনূর বেগম বলেন- ‘আমি পিআইসসির সভাপতি থাকা সত্ত্বেও আমাকে না জানিয়ে প্রকল্পের সম্পূর্ণ টাকা তুলে আত্মসাৎ করেছেন চেয়ারম্যান। আমি এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের প্রত্যাহার চাই।’

অভিযোগের বিষয়ে পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া বলেন- ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে। আমি কেমন মানুষ আমার ইউনিয়নের মানুষই বলবে। আর প্রকল্পের টাকা আমি তুলে নেয়ার প্রশ্নই উঠেনা।’

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান বলেন- অভিযোগের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার